Latest Post

যে মাটি ডাক দিছে আমায়
সে মাটি দিয়া  আল্লাহ বানাইছে আমায় রে মাওলা
 সে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
মাটির উপর রব
না মাটি হব রে আমি
 খাটের উপর সোব আর মাটি হবো রে
যে মাটি ডাক দিছে আমায়

 সে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়
যে আল্লাহ ডাক দিছে  আমায় ওই আল্লাহ
মাটি দিয়া বানাইছে আমায় রে মওলা
ওই আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায়

যে মাটি
মিইশা গেলে খুইজা পাওয়ায় ভার
মানুষের কিসের অহংকার যে মাটি
মিইশা গেলে খুইজা পাওয়ায় ভার রে মওলা
যে মাটি
মিইশা গেলে খুইজা পাওয়ায় ভার
একটা মাটির বসন ভেঙ্গে দেখ মাটি পাবিরে
একটা মাটির বসন ভেঙ্গে দেখ মাটি পাবিরে
সে মাটি ডাক দিছে আমায়
যে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা সে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
যে মাটি পুরাই পুরাই পুরাই পুরাই বানাইছি আমি
সে মাটি দিয়া গড়া ইমারতের ভিত রে মাওলা
সে মাটি দিয়া গড়া ইমারতের ভিত রে
একটা মাটির কলস ভেঙ্গে দেখ মাটি পাবিরে
একটা মাটির কলস ভেঙ্গে দেখ মাটি পাবিরে
সে মাটি ডাক দিছে আমায়
যে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
মাটির উপর রব
না মাটি হব রে আমি খাটের উপর সোব আর মাটি হবো রে
সে মাটি ডাক দিছে আমায়
যে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
ওই আল্লাহ ডাক দিছে আমায়
যে আল্লাহ মাটি দিয়া বানাইচে আমায় রে মওলা
যে আল্লাহ মাটি দিয়া বানাইচে আমায় রে
সে মাটি ডাক দিছে আমায়
সে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়









এম এ আলিম রিপন: বৈশাখী খরতাপ যেন আর কাটছেই না। সুজানগরের প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। আগুন ঝড়া আবহাওয়ায় সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। একটু শীতল পরশের জন্য ব্যাকুল হয়ে উঠেছে সুজানগরের মানুষ। যত দিন গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে। দিনে লু হাওয়া, রাতে গুমট গরমে নাভিশ্বাস উঠছে সবার। বৃষ্টির জন্য মানুষের মধ্যে যেনো হাহাকার পড়ে গেছে। সূর্য দহনে শরীরের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। 

এর মধ্যে বাতাসের  আর্দ্রতা বেড়ে যাওয়ায় তাপমাত্রা  বেশি অনুভূত হচ্ছে। সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল জানান  যাদের বাড়িতে এসি নেই তীব্র গরমে তারা কেউবা গাছতলায়  আবার অনেকে সে সকল মসজিদে বা প্রতিষ্ঠানে এসি রয়েছে সেই সকল জায়গায় অবস্থান করে ক্লান্ত শরীরটা ঠান্ডা করে নিচ্ছেন। এছাড়া  তীব্র তাপদাহে রোজাদার সহ ক্লান্ত সাধারণ মানুষেরা তৃষ্ণা মেটানোর জন্য ভিড় জমাচ্ছেন আখ রসের দোকানগুলোতে।

বুধবার বিকালে সুজানগর পৌর বাজারে গিয়ে দেখা যায়  রোজাদার মানুষেরা প্লাষ্টিকের বোতল, জগ সহ বিভিন্ন ধরণের পাত্র নিয়ে ইফতারে তৃষ্ণা মেটানোর জন্য আখের রস কিনতে ভিড় করছেন দোকনাগুলোতে। এ সময় আখের রস কিনতে আসা সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ আব্দুল জব্বার বলেন প্রচন্ড গরমে সারাদিন রোজা থেকে ইফতারের সময় ঠান্ডা জাতীয় পানীয় দিয়ে ইফতার করার জন্য এই আখ রস কিনতে এসেছি। 

উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামের মো.শফিকুল ইসলাম শফি নামে আরেক ব্যক্তি বলেন রোজার আগে ১০টাকা গ্লাস করে বিক্রি করলেও রোজা ও প্রচন্ড তাপদাহের কারণে বর্তমানে প্রতিগ্লাস আখ রস ১৫ টাকা করে বিক্রি করছে বিক্রেতারা। তারপরও প্রচন্ড ভিড়ের কারণে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিনতে হচ্ছে এই রস। 

সুজানগর বাজারে আব্দুল মাজেদ নামে এক আখ রস বিক্রেতা জানান কয়েকদিন আগে ১০টাকা করে বিক্রি করলেও রোজার কারণে আখের দাম বাড়ায় তারা প্রতিগ্লাস আখরস ১৫ টাকা করে বিক্রি করছেন। সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক তরিত কুমার কুন্ডু বলেন প্রচন্ড এই গরমে আখ রসের সহ দাম ও চাহিদা বেড়েছে ডাবেরও।আর শিশু বাচ্চারা এই গরমে তৃষ্ণা মেটাতে আইসক্রিম কিনতে ভিড় জমাচ্ছে আইসক্রিমের দোকানগুলোতে। 

সুজানগর কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান বলেন তীব্র তাপদাহের কারনে মাঠে খেলোয়ার সংখ্যা অনেকটা কমে গেছে।

এম মনিরুজ্জামানঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার কমলমতি শিশুদের কথা মাথায় রেখে, শিক্ষা খাতকে উন্ননত ও সমৃদ্ধি করার লক্ষে নতুন ভবন নির্মাণ করছে। তিনি আরো বলেন শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে শিক্ষার মান উন্নয়ন ও তাদের মেধা বিকাশের জন্য সরকার মাল্টিমিডিয়াসহ আধুনিক ভবন নির্মাণ করে যাচ্ছে। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের উজানকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৬ লাখ টাকা ব্যায়ের বৃহস্পতিবার সকালে নতুন ভবনের কাজের উদ্বোধন কালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন আমি বিশ্বাস করি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীই পারবে, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার হাল ধরতে, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই হবে আগামী প্রজন্মের ভবিষৎ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা প্রকৌশলী বাকী বিল্লাহ, পৌর আ.লীগের যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি আব্দুল মান্নান, রুবেল হোসেনসহ শিক্ষক, স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ। 


পাবনার সুজানগরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে খোশ আমদেদ পবিত্র মাহে রমযান ১৪৪০ হিজরী উপলক্ষে রমযানের পবিত্রতা ও সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় শীর্ষক আলোচনা সভা এবং র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। র‌্যালী শেষে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার জহুরুল ইসলাম, শাহীনুর রহমান, উজ্জল হোসেন, আলমগীর কবির, আব্দুল মতিন, আবুল কালাম, আইয়ুব আলী, আব্দুল লতিফ, আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রধান অতিথির শাহীনুজ্জামান শাহীন বলেন রমজানের পবিত্রা রক্ষার্থে সবাইকে সজাগ হতে হবে, দ্রব্য মূল্য স্থিতিশীলতা সহ খাদ্যে ভেজাল ওজনে সঠিক মাপ দিতে বিক্রেতাদের রমযানের পবিত্রা রক্ষা করতে বলেন।  ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, এ ফাউন্ডেশনে যারা রয়েছেন তাদের সবাইকে সুনামের সাথে  নিজ নিজ এলাকায় রমজানের পবিত্রা রক্ষার্থে কাজ করার আহবান জানান।

Author Name

Footer Logo

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.