যে মাটি ডাক দিছে আমায়
সে মাটি দিয়া  আল্লাহ বানাইছে আমায় রে মাওলা
 সে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
মাটির উপর রব
না মাটি হব রে আমি
 খাটের উপর সোব আর মাটি হবো রে
যে মাটি ডাক দিছে আমায়

 সে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়
যে আল্লাহ ডাক দিছে  আমায় ওই আল্লাহ
মাটি দিয়া বানাইছে আমায় রে মওলা
ওই আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায়

যে মাটি
মিইশা গেলে খুইজা পাওয়ায় ভার
মানুষের কিসের অহংকার যে মাটি
মিইশা গেলে খুইজা পাওয়ায় ভার রে মওলা
যে মাটি
মিইশা গেলে খুইজা পাওয়ায় ভার
একটা মাটির বসন ভেঙ্গে দেখ মাটি পাবিরে
একটা মাটির বসন ভেঙ্গে দেখ মাটি পাবিরে
সে মাটি ডাক দিছে আমায়
যে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা সে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
যে মাটি পুরাই পুরাই পুরাই পুরাই বানাইছি আমি
সে মাটি দিয়া গড়া ইমারতের ভিত রে মাওলা
সে মাটি দিয়া গড়া ইমারতের ভিত রে
একটা মাটির কলস ভেঙ্গে দেখ মাটি পাবিরে
একটা মাটির কলস ভেঙ্গে দেখ মাটি পাবিরে
সে মাটি ডাক দিছে আমায়
যে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
মাটির উপর রব
না মাটি হব রে আমি খাটের উপর সোব আর মাটি হবো রে
সে মাটি ডাক দিছে আমায়
যে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
ওই আল্লাহ ডাক দিছে আমায়
যে আল্লাহ মাটি দিয়া বানাইচে আমায় রে মওলা
যে আল্লাহ মাটি দিয়া বানাইচে আমায় রে
সে মাটি ডাক দিছে আমায়
সে মাটি দিয়া
 আল্লাহ বানাইছে আমায় রে মাওলা যে মাটি
দিয়া আল্লাহ বানাইছে আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
আল্লাহ মাফ করো আমায়
This is the most recent post.
Older Post

Post a Comment

Author Name

Footer Logo

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.